বাবুলকেই দায়ী করে শুক্রবার রাজ্যে অবরোধের ডাক এসএফআই-র

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কাঠগড়ায় তুলে শুক্রবার রাজ্যজুড়ে বিক্ষোভ ও অবরোধের ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। শুক্রবার বেলা 12টায় দক্ষিণাপন থেকে মিছিল করবে এসএফআই।

প্রেস বিবৃতি দিয়ে এসএফআই জানিয়েছে, ”আমাদের সংগঠন কখনই দেশের কোনও ক্যাম্পাসে কারওর প্রবেশাধিকার নিয়ে হস্তক্ষেপ করাকে সমর্থন করে না। এর আগেও সোচ্চারে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু আজ কেন্দ্রের এক প্রতিমন্ত্রী যাদবপুর ক্যাম্পাসে যেভাবে দীর্ঘক্ষণ ধরে প্ররোটনা ও উস্কানি ছড়ান তার তীব্র প্রতিবাদ জানায় ভারতের ছাত্র ফেডারেশন। এবং কার্যত মন্ত্রীর প্ররোচনাতেই বহিরাগত গুন্ডাদের তাণ্ডবলীলা চলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ভাঙচুর করা হয় আটর্স ফ্যাকাল্টির ইউনিয়ন রুমে। কোনও সুস্থ গণতান্ত্রিক শক্তিই কোনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে না। ক্যাম্পাসে ওই ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ছড়ানোর এই ঘটানাকে তীব্র নিন্দা জানায় ভারতের ছাত্র ফেডারেশন। একইসঙ্গে ন্যক্কারজনক সন্ত্রাসের বিরুদ্ধে বৃহত্তর ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে এসএফআই।”

Previous articleরাজীব কোথায়? রাজ্যের কাছে ফের ই-মেল CBI-এর
Next articleবউবাজারের আরও 5টি বাড়ি দ্রুত খালি করার নির্দেশ দিল KMRCL