মোবাইল নম্বর 10 সংখ্যা বদলে হবে 11! কেন জানেন?

বিপুল সংখ্যক নতুন মোবাইল নম্বরের চাহিদা পূরণের লক্ষ্যে 10 সংখ্যার (ডিজিট) পরিবর্তে 11 সংখ্যার মোবাইল নম্বর চালু করার কথা ভাবছে টেলিকম রেগুলেটারি অথোরিটি অব ইন্ডিয়া (TRAI)।

টেলিকম রেগুলেটারি অথোরিটি অব ইন্ডিয়া-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে যে 10 সংখ্যার মোবাইল নম্বর চালু রয়েছে তাতে 7, 8 ও 9 থেকে শুরু হওয়া প্রায় 210 কোটি নতুন মোবাইল নম্বর দেওয়া সম্ভব হবে। কিন্তু দেশে টেলি যোগাযোগের চাহিদা যে হারে বাড়ছে তাতে 2050 সালের মধ্যে আরও প্রায় 260 কোটি নতুন নম্বরের দরকার পড়তে চলেছে। সেই প্রয়োজন পূরণের লক্ষ্যেই 10 সংখ্যার (ডিজিট) পরিবর্তে 11 সংখ্যার মোবাইল নম্বর চালু করার কথা ভাবছে TRAI।

Previous articleবালাকোটে ফের সক্রিয় পাক জঙ্গিরা
Next articleষষ্ঠ পে কমিশনে দ্বিগুণ রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটি, বেড়েছে বাড়ি ভাড়াও