বালাকোটে ফের সক্রিয় পাক জঙ্গিরা

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার সাত মাস পর ফের সেখানে ফের সক্রিয় হয়েছে জঙ্গিরা। সোমবার এমনই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁর কথায়, গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, বালাকোটের দুর্গম এলাকায় সন্ত্রাসবাদী লঞ্চপ্যাডগুলিতে ফের জঙ্গিদের আনাগোনা শুরু হয়েছে। চলছে প্রশিক্ষণ।

জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের কমান্ডার আব্দুল রাউফ আসগর ও আইএসআই এবিষয়ে দীর্ঘ আলোচনা করেছে বলেও খবর। প্রশিক্ষণ শেষে ওই জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু-কাশ্মীরে ঢোকার চেষ্টা করবে। ফলে সেনাবাহিনীকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন-রাজীবের ছুটি 5 দিন বাড়ল? রহস্য তুঙ্গে

 

Previous articleমন্ত্রিসভার বৈঠকে পাস ষষ্ঠ বেতন কমিশন
Next articleমোবাইল নম্বর 10 সংখ্যা বদলে হবে 11! কেন জানেন?