মন্ত্রিসভার বৈঠকে পাস ষষ্ঠ বেতন কমিশন

সর্বসম্মতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস হয়ে গেল ষষ্ঠ বেতন কমিশন। দুর্গা পুজোর আগে সোমবারই ছিল রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক। সেখানে সম্পূর্ণ ব্যাখ্যা করা হয় ষষ্ঠ বেতন কমিশনের। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণ ব্যাখ্যা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার প্রত্যেকেই সবুজ সংকেত দেন। বৈঠকে রাজ্য মন্ত্রিসভার প্রত্যেককে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন নিজের বিধানসভা এলাকায় যেতে। এনআরসি নিয়ে অনেক বিভ্রান্ত ছড়িয়েছে রাজ্য জুড়ে। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয় সেই কারণেই তিনি এই নির্দেশ দেন। স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে জোট বেঁধে রাজ্যবাসীকে সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন-এনআরসি আতঙ্কে মৃতের বাড়িতে অভিষেক,তোপ কেন্দ্রকে

 

Previous articleরাজীবের ছুটি 5 দিন বাড়ল? রহস্য তুঙ্গে
Next articleবালাকোটে ফের সক্রিয় পাক জঙ্গিরা