রাজীবের ছুটি 5 দিন বাড়ল? রহস্য তুঙ্গে

সিবিআইকে গত 24 অগাস্ট রাজীবকুমার জানিয়েছিলেন তিনি 9 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন। ফলে তাঁকে পাওয়া যাবে না। দুদিন আগে কোর্টচত্বরে তাঁর আইনজীবীও একই কথা বলেছেন। কিন্তু সোমবার সূত্রের খবর, রোজ ভ্যালি কান্ডে নোটিসের জবাবে রাজীব নাকি জানিয়েছেন তিনি 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন না। প্রশ্ন হল এটা ঠিক হলে এই বাড়তি 5 দিন ছুটি এল কোথা থেকে? তাহলে কি রাজীব ছুটি বাড়িয়ে নিয়েছেন? সরকার কি এই ছুটি মঞ্জুর করেছেন? সিবিআই ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রমন্ত্রীকে এবিষয়ে চিঠি দিয়েছে। তার পরেও কীভাবে এই বাড়তি 5 দিন হঠাৎ যোগ হল, এটা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টির সত্যাসত্য এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন – রোজভ্যালিকান্ডেও হাজিরা এড়িয়ে সময় চাইলেন রাজীব

Previous articleরোজভ্যালিকান্ডেও হাজিরা এড়িয়ে সময় চাইলেন রাজীব
Next articleমন্ত্রিসভার বৈঠকে পাস ষষ্ঠ বেতন কমিশন