পুলিশে চাকরির নামে প্রতারণার অভিযোগে ধৃত প্রাক্তন কনস্টেবল

কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় ফের একজনকে গ্রেফতার করা হল। দক্ষিণ কলকাতার একটি শপিং মল থেকে জয়ন্ত দত্ত (42) নামে রিজার্ভ ফোর্সের প্রাক্তন ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

ওই ঘটনায় গত জুলাই মাসে উৎপল রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে এক ব্যক্তির থেকে তিন লক্ষ টাকা নিয়েছিল তারা। জানা গিয়েছে, জয়ন্ত রিজার্ভ ফোর্সের কনস্টেবল ছিল। সার্ভিস রুল বিরোধী কাজকর্মের অভিযোগে 2006 সালে তার চাকরি যায়।