এবার হাইকোর্টে রাজীবের আগাম জামিনের আর্জি

আলিপুর জেলা আদালত খারিজ করে দেওয়ার পর এবার কলকাতা হাইকোর্টে রাজীব কুমার আগাম জামিনের আর্জি জানানো হয়েছে। জানা যাচ্ছে, সোমবার রাজীব কুমারের আইনজীবী আগাম জামিনের আর্জি করেছেন। বিচারপতি সইদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

হাইকোর্টে আগাম জামিনের মামলাটি সাধারণত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে হয়ে থাকে। কিন্তু আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত তিনি না থাকায় তাঁর পরিবর্তে মামলাটি বিচারপতি সইদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে উঠবে।

আইনজীবী মহলের একাংশ মনে করছে, রাজীবের আইনজীবীরা সোমবারই এই মামলার শুনানি করতে তৎপর।