যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে নিগ্রহ ও তার জেরে উত্তেজনার প্রতিবাদে সোমবার জোড়া মিছিল যাদবপুর অঞ্চলে। গোলপার্ক থেকে এবিভিপি-র মিছিল শুরু হয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত৷ এদিকে, বিশ্ববিদ্যালয়ের সামনে পালটা মিছিল এসএফআইয়ের। প্রস্তুত প্রশাসনও। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। গার্ডরেল দিয়ে ব্যারিকেটও করা হয়েছে।

আরও পড়ুন-বাংলার থুতু দামি, ইংরেজিতে ছাড় 50%
