স্বস্তিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এ রাজ্যের মুখপত্র স্বস্তিকার পুজো সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন হল 23 সেপ্টেম্বর, সোমবার মানিকতলা সংলগ্ন কল্যাণ ভবনে। রন্তিদেব সেনগুপ্তর সম্পাদনায় 314 পৃষ্ঠার ঝকঝকে উৎসব সংখ্যাটি যে কোনও পুজো সংখ্যার সঙ্গে টক্কর দিতে পারে। বিদগ্ধ সাংবাদিক জয়ন্ত ঘোষালের ‘ হিন্দু জাতীয়তাবাদের আখ্যান’ তার মধ্যে নিঃসন্দেহে বিশেষ আকর্ষণ। এছাড়াও সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত রচিত উপন্যাস অভ্রকণা, অশ্রুকণাগুলি, জিষ্ণু বসুর উপন্যাস লিপা, শেখর সেনগুপ্তর উপন্যাস চিহ্নায়ন, প্রবাল চক্রবর্তীর মহিষাসুর নির্ণাশী পড়তেই হবে পাঠকদের। এছাড়া বিদ্যাসাগরের ওপর প্রবন্ধ রয়েছে বিশিষ্ট সাংবাদিক অভিজিত দাশগুপ্তর। হরিহরের পথ ও পাঁচালী শীর্ষক আরও একটি অসাধারণ রচনা আছে অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের। পত্রিকার প্রাক্তন সম্পাদক বিজয় আঢ্যের প্রবন্ধটি বাঙালি সংঘসেবক অসীমানন্দের ওপর। প্রাক্তন তারকা গোলকিপার ও গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সম্পূর্ণ ভিন্নধর্মী প্রবন্ধ চিকিৎসা বিজ্ঞানে প্রাচীন ভারতের অবদান পাঠককে মন্ত্রমুগ্ধ করবে। গল্পের ডালিও কোনও অংশে কম নয়। রয়েছেন এষা দে, সিদ্ধার্থ সিংহর মতো পরিচিত লেখক। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ রবিরঞ্জন সেন, অভিজিত দাশগুপ্ত, জিষ্ণু বসু ও রন্তিদেব সেনগুপ্ত। নিজস্ব ঢংয়ে চমৎকার উপস্থাপনা করেন লেখক-সাংবাদিক সন্দীপ চক্রবর্তী।