রোজভ্যালিকান্ডেও হাজিরা এড়িয়ে সময় চাইলেন রাজীব

সিবিআইয়ের নোটিস ছিল রোজভ্যালিকান্ডের তদন্তে সোমবার হাজিরা দিতে হবে রাজীব কুমারকে। রাজীব যান নি। সূত্রের খবর, রাজীব সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন। আরও খবর, সিবিআই সময় দেবে না। তাঁকে আবার নোটিস দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – এবার হাইকোর্টে রাজীবের আগাম জামিনের আর্জি