Wednesday, August 27, 2025

চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে নুন ভাত কাণ্ডের জেরে সরানো হল হুগলির ডি-আই (সেকেন্ডারি) সুব্রত সেনকে।  ডি-আই (সেকেন্ডারি)-র পদ থেকে সরিয়ে তাঁকে পূর্ব মেদিনীপুরেল এ-ডিআই (প্রাইমারি) করা হয়েছে। সুব্রত সেনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হচ্ছে বলে অভিযোগ।

গত বছর 31 অগাস্ট সুব্রত সেন এ-আই অর্থাৎ সহকারি বিদ্যালয় পরিদর্শক পদ থেকে ডি-আই (সেকেন্ডারি) হুগলি অর্থাৎ সরাসরি জেলা বিদ্যালয় পরিদর্শকের পদে কাজে যোগ দেন। গত এক বছর ধরে নিজের দায়িত্ব সঠিকভাবে তিনি পালন করেছেন বলে মত জেলা শিক্ষা মহলের। সেই কারণে তিনি পদ খোয়ানোয় চাঞ্চল্য দেখা দিয়েছে।
19 অগাস্ট চুঁচুড়ার বাণিমন্দির স্কুলে ছাত্রীদের নুন-ভাত খাওয়ানোর ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। নুন-ভাত কাণ্ডে জেরে ওই স্কুলের একজন প্রাক্তন টিচার ইন চার্জকে সাসপেন্ড করা হয়। প্রশ্ন ওঠে স্কুল পরিচালন সমিতির সভাপতির ভৃমিকা নিয়েও। কিন্তু এর প্রেক্ষিতে সুব্রত সেনের পদ খাওয়ানোর ঘটনায় প্রশ্ন তুলছে শিক্ষক মহল।
সূত্রের খবর, সুব্রত সেনকে তাঁর পদে ফিরিয়ে আনার জন্যে ইতিমধ্যেই হুগলি জেলা তৃণমূলের শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য শিক্ষা দফতরকে একটি চিঠি দিয়েছেন।  তবে সুব্রত সেন জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে নির্দিষ্ট সময় যোগ দেবেন তিনি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version