মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেশ কয়েকটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হলো।আজ প্রথম ধাপে চুঁচুড়া, শ্রীরামপুর এবং ডানকুনি থানার অন্তর্গত মোট 30টি বারোয়ারি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হলো। এরমধ্যে মোট 27টি পুজো কমিটিকে 25 হাজার টাকা এবং 3টি মহিলা পরিচালিত পুজো কমিটিকে 30হাজার টাকার চেক দেওয়া হয়। চেক তুলে দেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।

আরও পড়ুন-সাবেকিয়ানার ঐতিহ্যে মা পূজিত হন পানিহাটি ওয়াটার সাইড রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে

