শিলিগুড়িতে রাজ্যপাল : আমি রুদ্ধদ্বার বৈঠক করি না

শিলিগুড়িতে ঝটিকা সফরে এসে রাজ্যপাল জগদীপ ধনকরের সাংবাদিক সম্মেলন নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল। মিডিয়ার মুখোমুখি হয়ে রাজ্যপাল খোলামেলা ভঙ্গিতে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, আমি কারওর রাজনৈতিক রঙ দেখে কথা বলি না। আবার কোনও রুদ্ধদ্বার বা গোপন বৈঠকও করি না। আমার কাছে যে কেউ আসতে পারেন। আমার অফিস সকলের সঙ্গে কথা বলার জন্য সব সময় খোলা।

এদিন, রাজ্যপাল শিলিগুড়ির বৈঠকে মন্ত্রী, বিধায়ক, পুলিশকর্তা, বিরোধী নেতা সহ সমাজের সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু মন্ত্রী, শাসক দলের বিধায়ক, পুলিশকর্তা কিংবা সরকারি আমলারা আসেননি। তবে এসেছিলেন বিরোধীরা। সে প্রসঙ্গে তিনি বলেন, আমি সকলের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। অনেকে আসেননি। কিন্তু তাঁরা আসেননি বলে কিছু মনে করিনি। আশা করি পরের বৈঠকে ওঁরা সকলে আসবেন।

আরও পড়ুন-বুদ্ধবাবুর বাড়িতে যাওয়া নিয়ে রাজ্যপালের জবাবদিহি

Previous articleহুগলির 30টি বারোয়ারি পুজো কমিটিকে চেক দিল রাজ্য প্রশাসন
Next articleপ্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, ছিটকে গেলেন বুমরা