অ্যান্টাসিড জিনট্যাক বিক্রি বন্ধ করছে জিএসকে

র‌্যানিটিডিন জাতীয় অ্যান্টাসিড ঘিরে ক্যানসারের আতঙ্ক দেখা দিয়েছে। এই র‌্যানিটিডিনেরই দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত ব্র্যান্ড হল জিনট্যাক। আমরা সাধারণ মানুষ আকছার ব্যবহার করে থাকি। বহুল ব্যবহৃত এই ওষুধের প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তরফে বিবৃতি দিয়ে আপাতত জিনট্যাকের বিক্রি বন্ধের কথা জানানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত GSK-এর।

পেটের সমস্যার জন্য বহুল ব্যবহৃত ওষুধ র‌্যানিটিডিন। বিভিন্ন ব্র্যান্ডের নামেই এই ওষুধ বিক্রি হয়ে থাকে। তার মধ্যেই বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত ব্র্যান্ড হল জিনট্যাক। শুধু ভারতেই ৬৮৮.৬ কোটির ব্যবসা রয়েছে র‌্যানিটিডিনের।

এদিকে, জিনট্যাক ছাড়াও র‌্যানিটিডিন জাতীয় আরও ব্যবহৃত ওষুধ হল- র‌্যানটাক ও র‌্যানটাক-ওডি।  যদিও এই ওষুধগুলো ভবিষ্যৎ সম্পর্কে এখনও পর্যন্ত কোন কিছু জানা যায়নি।

আরও পড়ুন-পেঁয়াজ নিয়ে চোখের জলে নাকানিচোবানি মধ্যবিত্তের

Previous articleপেঁয়াজ নিয়ে চোখের জলে নাকানিচোবানি মধ্যবিত্তের
Next articleবসার জায়গা নিয়ে বচসা, ধুন্ধুমার মহিলা কামরায়