প্রমাণের অভাবে বেকসুর খালাস গোপাল!

চার বছর ধরে মামলা চললেও বৃহস্পতিবার বেকসুর খালাস হয়ে গেলেন কলকাতা পুরসভার নির্বাচনের ঘটনায় মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি। তার বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণ করতে পারল না পুলিশ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনি কি আদৌ যুক্ত ছিলেন এই ঘটনার সঙ্গে? শুধু তিনি নন , এই ঘটনার সঙ্গে যুক্ত আরও ১৩ জন বেকসুর খালাস পেয়েছেন বৃহস্পতিবার। ঘটনার সূত্রপাত ২০১৫ সালের ১৮ এপ্রিল । সেদিন ছিল কলকাতা পুরসভার নির্বাচন। ভোটের দিন গিরিশ পার্কের সিংহি বাগানে কংগ্রেস এবং তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে । সেই সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন গিরীশ পার্ক থানার সাব-ইন্সপেক্টর জগন্নাথ মন্ডল । ওই ঘটনায় নাম জড়িয়ে যায় গোপালের। এরপরই গোপাল সহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলকাতা নগর দায়রা আদালতের ফাস্টট্রাক সেকেন্ড কোর্টে এই মামলার শুনানি হয়। আজ বৃহস্পতিবার ছিল রায় দান। উপযুক্ত প্রমাণের অভাবে বিচারক গোপাল সহ ১৩ জনকে বেকসুর খালাস করার নির্দেশ দেন।

আরও পড়ুন-নারদকাণ্ডে গ্রেফতার এসএমএইচ মির্জা

 

Previous articleনারদকাণ্ডে গ্রেফতার এসএমএইচ মির্জা
Next articleরাজীবের ছুটি কি শেষ?