Friday, November 14, 2025

রবিবার থেকেই টালা ব্রিজে বাস চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। বন্ধ ভারী গাড়ি চলাচলও। শুধু, ছোট গাড়ি এবং ছোট পণ্যবাহী গাড়ি চলতে পারবে। ৩ টনের বেশি ওজনের গাড়ি চলাচল করবে না। মাল বোঝাই গাড়ি যাবে না। সেখান দিয়ে 600 বাস চলে। শুক্রবার, পরিবহন, পূর্ত দফতর এবং রাইটস-এর বিশেষজ্ঞদের নিয়ে নবান্ন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পণ্যবাহী ভারী গাড়ি এবং বাস চলাচল বন্ধের যে সুপারিশ বিশেষজ্ঞরা করেছিলেন তাতে সিলমোহর দেওয়া হয়। বৈঠক শেষে একথা জানান কলকাতার মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহন সচিব বলেন, টালা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষজ্ঞরা সুপারিশ করেন যে ৩ টনের বেশি ওজনের কোনও যান যেন ওই সেতু দিয়ে চলাচল না করে। সেই মতো ছোট গাড়ি এবং ছোট পণ্যবাহী গাড়ি চলবে। ব্রিজে বসছে হাইট বার।

পরিবহন সচিব জানান, তাঁরা পুলিশের সঙ্গে বৈঠক করে বিকল্প রুট তৈরি করছেন। শনিবারই সেই রূপরেখা তৈরি হয়ে যাবে।
রেল ও মেট্রো কর্তৃপক্ষকে পরিবহন দফতর আবেদন করেছে, সেতু বন্ধ থাকাকালীন ট্রেনের সংখ্যা যেন বাড়ানো হয়। পাশাপাশি, বেশি সংখ্যক ট্রেন যদি নোয়াপাড়া অবধি চালানো যায়।

পণ্যবাহী ভারী গাড়ি এবং বাস চলাচল বন্ধ করে রাইটস। তাদের মতে ৫৭ বছরের পুরনো ওই সেতুর যা হাল যে কোনও দিন মাঝেরহাট সেতু দুর্ঘটনা মতো ঘটনা ঘটতেই পারে। কারণ, যে প্রযুক্তিতে মাঝেরহাট সেতু তৈরি হয়েছিল, টালা সেতুও সেই একই প্রযুক্তিতে তৈরি। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, সেতুর লোহার জাল, ভার বহন করতে করতে নীচের দিকে নেমে এসেছে। ফলে মূল কাঠামোতে ক্ষতি হয়েছে। এরপরেই বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে, পুজোর মুখে এই সিদ্ধান্তে চিন্তায় সব মহল।

আরও পড়ুন-পাওয়ার ইডি দফতরে যাওয়ার আগেই ইডির ফোন তাঁর কাছে! কিন্তু কেন?

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version