বন্যপ্রাণের সচেতনতায় পুজোমন্ডপে ট্যাবলো

বন্যপ্রাণ সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল রাজ্য বনদফতর। সচেতনতার ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হচ্ছে শহরের বড় দুর্গা পুজো কমিটি গুলিকে। লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমবে যেমন পুজোমন্ডপে, তেমন অনেকগুলি পুজোমন্ডপে দেখা যাবে বন্যপ্রাণ সচেতনতার বার্তা। বন্যপ্রাণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গের বন দফতরের বন্যপ্রাণ শাখার উদ্যোগে শনিবার থেকে কলকাতা শহরে ঘুরে বেড়াবে একটি ট্যাবলো গাড়ি। শনিবার অরণ্য ভবন থেকে মন্ত্রী ব্রাত্য বসুর হাত দিয়ে তার সূচনা করা হয়।

আজ, শনিবার থেকে সচেতনতা মূলক বার্তা নিয়ে শহরের বিভিন্ন পুজোমন্ডপের কাছে থাকবে এই ট্যাবলো। এই গাড়িতে লেখা থাকছে বন্যপ্রাণ সম্পর্কে নানা সচেতনতা মূলক বার্তা। শুধু তাই নয় মানুষের হাতে দেওয়া হবে লিফলেট। পুজোর দিন গুলোতে বিভিন্ন পুজোমন্ডপে প্রচুর মানুষের ভিড় থাকে আর সেই কারণে অনেক বেশি মানুষের কাছে এই বার্তা নিয়ে পৌঁছনো যায় । তাই এই সিদ্ধান্ত। এমনটাই বন দফতরের আধিকারিকদের দাবি।

আরও পড়ুন-জাগো বাংলার বই প্রকাশ অনুষ্ঠানে কী বললেন মমতা?

Previous articleতাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সিবিআই জেরা থেকে বেরিয়ে দাবি মুকুলের
Next articleবিজেপির শহীদ তর্পণ, পালটা জবাব সৌগতর