নেপালের পরশ কোহলিদেরও ছাড়ালেন

পরশ খড়কা। চেনা মুশকিল। নেপাল ক্রিকেট দলের অধিনায়ক। সিঙ্গাপুরের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি আর ৫২ বলে ১০৬ রান করার সঙ্গে সঙ্গেই করে ফেললেন বেশ কয়েকটি রেকর্ড। সেইসঙ্গে আলোচনার শীর্ষে।

পরশের নামের পাশে যে ক’টি রেকর্ড লেখা হল–
1. প্রথম নেপালি ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি।
2. বিশ্বের প্রথম ক্রিকেটার, রান তাড়া করতে নেমে সেঞ্চুরি।
3. এশিয়ার চতুর্থ ক্যাপ্টেনের টি-২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি
4. কোহলি, গেইল, স্মিথ পিটার সিলার একই কীর্তির অধিকারী। পরশ নবম ক্রিকেটার। কিন্তু পরশ সেঞ্চুরি করে সকলকে টপকে গেলেন।
5. নেপালের প্রথম ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকেছেন।

আরও পড়ুন – ঋষভ ভারতীয় দলের লম্বা দৌড়ের ঘোড়া, বললেন মহারাজ

Previous articleরবীন্দ্র সরোবরের পরিবর্তে 4টি নতুন জলাশয়ে ছট পুজো নির্দিষ্ট করল রাজ্য সরকার
Next articleএই মানুষগুলোর সঙ্গে দিন কাটিয়ে প্রকৃত তর্পণ করেন ব্যারাকপুরের তৃণমূল যুবনেতা