Saturday, November 15, 2025

ডোকরা এল বারুইপুরে! পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের শতবর্ষে রাজমহলে রানির সাজে দুর্গা

Date:

শতবর্ষে বারুইপুরের পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের দুর্গাপূজা। আর সেই উপলক্ষে অভিনব মণ্ডপ ও প্রতিমায় সেজে উঠেছে বারুইপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় পদ্মপকুর ইউথ ক্লাবের শারদ উৎসব। সেইসঙ্গে শত আলোকে ঝরনা ঝরাচ্ছে চন্দননগরের নামী আলোক শিল্পী। শতবর্ষে পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের বাজেট প্রায় এক কোটি টাকা।

এবার শতবর্ষের আলোকে পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের থিম “রাজমহলের রানির সাজে দুর্গা”। মন্ডপ শিল্পী পুরোটাই রূপায়ন করছে ডোকরা শিল্পর কারুকার্যে। ডোকরায় সেজে উঠেছে রাজমহল। আর এই অপরূপ রাজমহল দেখতে আপনাকে যেতেই হবে বারুইপুরে।

যাঁরা বাংলার ডোকরা শিল্প দেখে উঠতে পারেননি, তাঁদের জন্য এবার ডোকরা এল বারুইপুরে। ডোকরার কাজ রাজমহলের মত দেখতে সেই মণ্ডপে রানির বেশে থাকবেন দেবী দুর্গা। প্রতিমায় থাকছে সাবেকি সাজ। গ্রামবাংলার ডোকরাশিল্পীদের দিয়েই কাজ করানো হচ্ছে। দেবীর অলংকার তৈরি হবে সুতো দিয়ে। প্রায় সাড়ে চার মাস ধরে 60 জন কারিগরের পরিশ্রমে বারুইপুরের রাজমহল এবারের দুর্গোৎসবে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।

রবিবার পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের এই উৎসবের সূচনা করলেন সংসদ-অভিনেতা দেব। আগামী 2 অক্টোবর মূল মন্ডপের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের সর্বক্ষণের সঙ্গী পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও পুজো কমিটির সভাপতি গৌতম দাস গ্রাম বাংলার ডোকরা শিল্পীদের দ্বারা নির্মিত মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version