আজ, রবিবার সকাল থেকে টালা ব্রিজ দিয়ে বাস চলাচল বন্ধ করা হয়েছে। ফলে উত্তর শহরতলি এলাকার অধিকাংশ বাসের রুট পরিবর্তিত হয়েছে। নতুন ব্যবস্থার ফলে বি টি রোড সংলগ্ন বরানগর, কামারহাটি, সোদপুর, খড়দহ থেকে বারাকপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষের শ্যমবাজারের দিকে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়তে হবে। ছুটির দিন হলেও আজ ওই এলাকা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করবেন। কারণ, পুজোর আগে এটাই শেষ রবিবার। ফলে কেনাকাটার জন্য অনেকেই ভিড় বাড়াবেন।

এছাটা এই এলাকা দিয়ে যে রুটগুলিতে বেশি সংখ্যক বাস চলে, তার অধিকাংশকেই টালা ব্রিজ এড়ানোর জন্য বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ডানলপ ও আশপাশের এলাকার অল্প কয়েকটি রুটের বাস টালা ব্রিজ এড়িয়ে বেলগাছিয়া রেলব্রিজ ধরে শ্যামবাজারের দিকে যাচ্ছে।


আরও পড়ুন – বৃষ্টিই এখন নয়া ভিলেন
