আজ রবিবার সকালে শহিদ মাতঙ্গিনী হাজরার মৃত্যুবার্ষিকীতে ট্যুইট করে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এদিকে আজ বিশ্ব হৃদয় দিবস। সেই উপলক্ষেও ট্যুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুস্বাস্থ্যের জন্য সুস্থ হৃদয় অত্যন্ত প্রয়োজনীয়। বাংলায় শিশু সাথী প্রকল্পের মাধ্যমে আমরা হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করি। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবাও বিনামূল্যে দেওয়া হয়।’


Solemnly remembering martyr Maa Matangini Hazra, on her death anniversary
শহিদ মা মাতঙ্গিনী হাজরার মৃত্যুবার্ষিকীতে জানাই প্রণাম
— Mamata Banerjee (@MamataOfficial) September 29, 2019
আরও পড়ুন – BIG BREAKING: নারদ কাণ্ডের তদন্তে মুকুলের ফ্ল্যাটে সিবিআই, সঙ্গে মির্জা
