মুকুল গ্রেপ্তার হলে লাভ বিজেপির! জোর চর্চা

মুকুল রায়কে যদি সিবিআই গ্রেপ্তার করে, তাহলে ষোল আনা লাভ বিজেপির। পদ্মশিবিরেই জোর আলোচনা চলছে। যদিও যদির কথা নদীর পারে, তবু রাজনৈতিক চর্চা চরমে।

বিজেপিরই একটি সূত্র বলছে, মুকুলবাবু দলে থাকলে যতটুকু লাভ, তার চেয়ে ঢের বেশি লাভ গ্রেপ্তার হলে। কারণ সিবিআইকে নিরপেক্ষ বলে প্রমাণ করা যাবে। আর বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতারের পর অন্য দলের কাউকে গ্রেপ্তার করা হলে প্রতিহিংসার থিওরি আসবে না। তাছাড়া মুকুল গ্রেপ্তার হলে বিজেপির তেমন অস্বস্তি নেই, কারণ সকলেই জানেন তেলেজলে এখনও মিশ খায় নি। এই সম্ভাবনার জন্যই মুকুলকে এখনও বড় কোনো পদ দেওয়া হয় নি।

মুকুলশিবির অবশ্য এসব জল্পনা উড়িয়ে দিয়ে বলছে, তদন্তে সাহায্য করছেন মুকুল। তাঁকে অপদস্থ করতে নানারকম কুৎসা চলছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। শনিবার সিবিআই অফিস থেকে বেরনোর পর মুকুল কথা বলেছেন কৈলাসসহ একাধিক নেতার সঙ্গে বলেই খবর। তবে রাজ্য নেতাদের সঙ্গে তেমন কথা হয় নি। মুকুলশিবির নিশ্চিত, তাঁর গ্রেপ্তারির কোনো সম্ভাবনা নেই। বরং শেষে তিনি ক্লিন চিট নিয়ে বেরোবেন।

Previous articleবৃষ্টিতে ভাসছে পুজোর আগের শেষ রবিবার
Next articleবৃষ্টিই এখন নয়া ভিলেন