সিবিআই বিপদে ফেললে বিজেপি ছাড়বেন মুকুল?

হিসেবের বাইরে গিয়ে যদি সিবিআই চাপ বাড়ায় এবং মুকুল রায়কে অস্বস্তিকর পর্যায়ে নিয়ে যায়, তাহলে কি বিজেপি ছাড়ার কথা ভাববেন মুকুল রায়? এই জল্পনা শুরু হয়ে গেছে। তৃণমূলে ফেরা নাকি অন্য দল? মুকুলশিবির বলছে, এত তাড়াতাড়ি এসব কথা হাস্যকর। তবে সিবিআই বাড়াবাড়ি করলে মুকুল তা হজম করবেন না। এখানে অন্য “রাজনীতি” দেখছেন তাঁরা। মুকুল নাকি শনিবার রাত থেকেই তাঁর ক্ষোভ উগরে দিচ্ছেন দলে। যদি সিবিআই দুএকদিন জেরায় ছেড়ে দেয়, চাপ নেই। কিন্তু যদি গ্রেপ্তার করে, তাহলে বিজেপিতে কেন থাকবেন মুকুল বা বিজেপিই বা কেন রাখবে, তা নিয়ে কথা চলছে। তবে বিজেপির এক নেতা বলেন, জল অতদূর গড়াবে না।