প্রেসিডেন্সি জেলের সেলে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন নারদে ধৃত আইপিএস মির্জা। মাথা ঘুরে যায় তাঁর। পিজিতে পরীক্ষা করিয়ে আবার জেলে ফেরানো হয় তাঁকে। জেলের চিকিৎসকরা পরীক্ষা করেন। এখন স্থিতিশীল। সেলেই আছেন তিনি। মাটিতে কম্বল পেতে শুয়ে। রাতে রুটি সব্জি খেয়েছেন। বাড়তি রক্ষী রয়েছে সেলের সামনে।
