হাতে 9 দিন রেখেই মির্জাকে জেলে চাইল সিবিআই

একজন বন্দিকে একটি মামলায় 14 দিন হেপাজতে রাখতে পারে তদন্তকারী সংস্থা। মির্জা 5 দিন সিবিআই হেপাজতে ছিলেন। তারপর তারাই জেল হেপাজত চাইলেন। অর্থাৎ 9 দিন হাতে থাকল। সিবিআই মনে করলে যেকোনো সময় আবার হেপাজতে নিতে পারবে। ম্যাথু বা অন্য কারুর মুখোমুখি বসাতে এই কৌশল ব্যবহৃত হবে।

আরও পড়ুন-আসছেন মির্জা, প্রেসিডেন্সি জেলে তৎপরতা

Previous articleআসছেন মির্জা, প্রেসিডেন্সি জেলে তৎপরতা
Next articleইন্ডোরে অমিত শাহের সভামঞ্চেই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী, সল্টলেকে জোর জল্পনা