নারদকান্ডে ধৃত আইপিএস মির্জা জেল হেফাজতের প্রথমেই প্রেসিডেন্সি জেলে ঠিকানা হিসেবে পেলেন সেল। পয়লা বাইশ সেল ওয়ার্ডে। কাছের সেলেই রয়েছেন সুদীপ্ত সেন। মির্জার জন্য হাসপাতাল 5 ওয়ার্ডটির একটি বেড তৈরি রাখা হয়েছে। ডাক্তারবাবুরা চেকআপ করছেন। তার পরে ঠিক হবে মির্জাকে পাকাপাকিভাবে কোথায় রাখা হবে। মির্জা খোশমেজাজেই আছেন। ভোডাফোন বুথে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি জেনে নিয়েছেন। উচ্চআদালতে জামিনের আবেদন হবে কবে তার ঠিক নেই। আগামী কটা দিন থাকতে হবে ধরে নিয়েই ব্যবস্থা হচ্ছে। সেলে পরিচ্ছন্ন কম্বল দেওয়া হয়েছে। থালা, গেলাস দেওয়া হয়েছে। ক্যান্টিন থেকে কুপন দিয়ে খাবার যাতে খেতে পারেন, নিয়মমতোই সেই ব্যবস্থা হচ্ছে।

আরও পড়ুন-শালিমার স্টেশনে ভাঙল নির্মীয়মাণ শেড, আহত ছয় শ্রমিক
