ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার রথতলায়। ১০ লক্ষ টাকা নগদ সহ সোনা, রুপোর গয়না চুরি হয়েছে বলে খবর। সিসিটিভিতে ধরা পড়েছে দূস্কৃতীদের ছবি।

সোমবার সন্ধ্যায় ব্যাবসায়ী সোমনাথ নাথ সপরিবারে মেয়ের নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। রাত ১০টা নাগাদ বাড়ি ঢুকে অবাক সকলে। বাড়ির পিছন দিকে জানলার কার্নিশ দিয়ে ছাদে উঠে ৩ জন দুস্কৃতী ৩ তলার ছাদের দরজা লোহার রড দিয়ে ভেঙে নীচে নেমে ৩টি আলমারি ভেঙে টাকা ও গয়না নিয়ে ১৫ মিনিটের মধ্যে চম্পট দেয়। সিসিটিভি খতিয়ে ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন – রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় ধৃত 2
