পুজোর মুখে বাঙালির হেঁসেলে বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডার প্রতি দাম বাড়ল ১৫ টাকা। তৃতীয়ার সকালেই এই ধাক্কা। প্রসঙ্গত, সেপ্টেম্বরেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। জুলাই-আগস্টে ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছিল প্রায় ১৬৩ টাকা। কিন্তু গত ১ সেপ্টেম্বর, এবং আজ ১ অক্টোবর পর-পর দাম বৃদ্ধি মধ্যবিত্তের সমস্যা বাড়াল। আইওসি বলেছে, বিদেশী মুদ্রার দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারনেই এই মুল্যবৃদ্ধি।

আরও পড়ুন-শোভন নারদের টাকা কোথায় রেখেছিলেন? রত্নাকে জিজ্ঞাসাবাদ ইডির
