টালা ব্রিজের উপর দিয়ে বাস চলবে না। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য আগামী ১২ অক্টোবর আলাদা করে বৈঠক হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আগামী ৩ অক্টোবর বাইরে থেকে প্রতিনিধি এসে সমীক্ষা করবে টালা ব্রিজ। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে মাঝেরহাট ব্রিজ খুলে দিতে তৎপর রাজ্য।

তিনি বলেন, “রেল আমাদের কথা শোনে না। ওদের অনেক দিন আগেই আমরা একাধিক রেল ব্রিজ নিয়ে জানিয়েছিলাম। যেখানে টালা ব্রিজ ছিল। কিন্তু, তারা আমাদের কথা গুরুত্ব দেয়নি। আমরা চাই রেলের সঙ্গে মউ স্বাক্ষর করতে, যাতে এই ব্রিজগুলি যৌথ ভাবে সমীক্ষা করা যায়।

আরও পড়ুন-টাকার দাবিতে বিক্ষোভ ডাকঘরে
