প্লাবনের আশঙ্কায় তঠস্থ তারকেশ্বরের বিনোগ্রাম। নীচু জায়গা ডুবে গিয়েছে। কারারিয়া এলাকায় চাষের জমিতে জল ঢুকছে। বন্যার আতঙ্কে চাঁপাডাঙ্গা বাঁধে আশ্রয় নিয়েছেন কমপক্ষে খানেক মানুষ। দামোদর নদের জল বেড়ে যাওয়ার ফলে পুরশুঁড়ার জঙ্গলপাড়া সহ শ্যামপুর, ফতেপুর এলাকা জলমগ্ন। জলের তলায় বেশ কয়েকটি স্কুল, ক্লাব, বসতবাড়ি। এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে জনপ্রতিনিধিরা কেউই পরিদর্শনে না যাওয়ায় ক্ষুব্ধ পুড়শুড়া এলাকার মানুষ।

আরও পড়ুন-শালিমার স্টেশনে নির্মীয়মাণ শেড ভেঙে মৃত 1
