অমিত শাহকে লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন যাদবপুরের পড়ুয়াদের

দলীয় কর্মসূচিতে মঙ্গলবার শহরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন দুপুর ১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে রাজারহাটের পথ ধরে হোটেলে যাওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে লক্ষ্য করে কালো পতাকা দেখালেন কয়েকজন পড়ুয়া।

কার্যত নিরাপত্তাবেষ্টনী ভেঙে এই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আরও পড়ুন – রাজ্যে কোনও হিন্দুকে তাড়ানো হবে না, দাবি দিলীপের