হিন্দি-ক্ষোভে রাশ টানতে তামিলের জয়গান মোদির

বিতর্কটা তৈরি করেছিলেন তাঁর প্রধান সেনাপতি অমিত শাহ। তিনি নিজে বিতর্ক থেকে দূরেই ছিলেন। তবু দাক্ষিণাত্যের ক্ষোভের রাশ টানতে চেন্নাই সফরে সুযোগের সদ্ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি হিন্দি দিবসে বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। অমিত বলেছিলেন, হিন্দি ভাষা গোটা দেশকে একসূত্রে বাঁধতে পারে। এরপরই প্রতিবাদ শুরু হয় দেশজুড়ে, বিশেষত দক্ষিণ ভারতে। দাক্ষিণাত্যের রাজনীতিকরা দলমত নির্বিশেষে আঞ্চলিক ভাষাগুলির উপর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব হন। বাদ যাননি কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাও। অবস্থা সামলাতে অমিত শাহ নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেও ক্ষোভ প্রশমিত হয়নি। অবশেষে চেন্নাই আইআইটির সমাবর্তনে এসে বিতর্কে জল ঢাললেন মোদি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম চেন্নাই সফরেই বার্তা দিলেন, আঞ্চলিক ভাষার সম্মান ক্ষুণ্ণ করে কোনওভাবেই কিছু চাপিয়ে দেওয়া হবে না। তামিল ভাষার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, আমেরিকায় যখন ছিলাম একবার তামিল ভাষায় কথা বলেছিলাম। সবাইকে জানিয়েছিলাম তামিল ভারতের প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি। গোটা আমেরিকায় আজও তামিল শোনা যায়। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের ভাষণেও ভারতের ভাষাবৈচিত্র্য ও বহুত্ববাদের কথা বলতে গিয়ে প্রাচীন তামিল কবি কানিয়ান পুনগুনদ্রানার উদ্ধৃতি উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। যে উক্তির মূল কথা, আমরা সর্বত্র সবার জন্য রয়েছি।

আরও পড়ুন-স্বস্তিতেও হাজিরা-কাঁটা রাজীবের