‘পর্ণ ছায়া’তে তালবাগানের মণ্ডপে এবার সবুজের সমারোহ

ইট -কাঠ -পাথরের শহরের মাঝে শান্ত সবুজে লুটোপুটি খেতে চান? তাহলে একবার আসতেই হবে বোসপুকুর তালবাগানের পুজোয়। 28 বছরে তালপাতার মণ্ডপে মিলবে সবুজ প্রকৃতির আরাম।

তাদের এবারের থিম ‘পর্ণ ছায়া’ । তালবাগানের মণ্ডপে এবার সবুজ আর সবুজ। স্নিগ্ধ, শীতল সবজের ছায়ায় প্রকৃতির হাতছানি। যেখানে গাছের পাতার ফাঁকে কখনও মিলবে চাঁদের আলো, আবার কখনও মন ছুঁয়ে যাবে আবহ সঙ্গীতের সঙ্গে পাখির কলতান। বোসপুকুর তালবাগানের মণ্ডপে এবার সবুজ ছুটির লুটোপুটি।
উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্গার অনেক রূপের মধ্যে এক রূপ প্রকৃতি। দুর্গা তাই প্রকৃতি মাতাও।তাই প্রকৃতি মাতার আরাধনায় মেতেছে বোসপুকুর তালবাগান পুজো কমিটি।

আরও পড়ুন-জামিন পেলেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা

Previous articleজামিন পেলেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা
Next articleধর্মের ভিত্তিতে বিভেদ মানে না ভারতীয় সংবিধান: অমিত