পুজোয় 2 হাজার মানুষের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করল আরবানা

আরবানার সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল । আর সেই ঐতিহ্য কে পাথেয় করেই আরবানা এবারও আয়োজন করেছে দুর্গাপুজো । কিন্তু পুজোর আনন্দ কে সবার মধ্যে পৌঁছে দিতে আরবানা কর্তৃপক্ষ মঙ্গলবার আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠানের । স্কুলের 300 ছাত্রছাত্রীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ।

শুধুমাত্র এখানেই থেমে থাকেননি আরবানা কর্তৃপক্ষ । প্রায় 1500 স্থানীয় বাসিন্দাদের হাতেও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় । আরবানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবযানী মুখোপাধ্যায় বলেন, আমরা চাই পুজোর দিনগুলো সবার মুখে হাসি ফুটুক, সবার মন আনন্দে ভরে উঠুক । তাই আমাদের এই আয়োজন । 

আরও পড়ুন-উচ্চ প্রাথমিকের তালিকা পুজোর আগেই

 

Previous articleপুজোর পরে ৩৭০ ধারা রদের বিরোধিতার শুনানি
Next articleতৃণমূল বিরোধিতা করেও নাগরিকত্ব বিল আটকাতে পারবে না: অমিত শাহ