পুজোর পরে ৩৭০ ধারা রদের বিরোধিতার শুনানি

পুজোর পরে ১৪ নভেম্বর তারিখে ৩৭০ ধারা রদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে। বিচারপতি এন ভি রমনের পাঁচ সদস্যের ডিভিসন বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছে, চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে পারবে কেন্দ্র। আইনজীবী এম এল সিং ৩৭০ ধারা রদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করার জেরেই এই নির্দেশ। গত সপ্তাহেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই বিষয়ে আলাদা বেঞ্চ তৈরি করেন। বিচারপতি এস কে কাউল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গভাই, বিচারপতি সূর্যকান্ত।

আরও পড়ুন – এনআরসির প্রতিবাদে অমিত শাহর সামনে বিক্ষোভ! আটক বাম নেতা

Previous articleউচ্চ প্রাথমিকের তালিকা পুজোর আগেই
Next articleপুজোয় 2 হাজার মানুষের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করল আরবানা