এনআরসি নিয়ে উদ্বিগ্ন হাসিনাও

এদেশের এনআরসি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, অসমে এনআরসি চালু হওয়ায়, তার প্রভাব সীমান্ত পেরিয়ে সেদেশে পড়বে কিনা তা নিয়ে চিন্তায় ছিল ঢাকা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দেশবাসীকে আশ্বস্ত করেন শেখ হাসিনা। তিনি জানান, এনআরসি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর তাঁর সঙ্গে কথা হয়েছে। সব কিছু ঠিক আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইকোনমিক সামিটে যোগ দিতে দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বৃহস্পতিবারই, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন। তারপরেই হাসিনা জানান, মোদি তাঁকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের উপর এনআরসি-র প্রভাব পড়বে না। ফলে সমস্যাও হবে না।

গত সপ্তাহে নিউ ইয়র্কে মোদি- হাসিনা সাক্ষাৎ হয়। সেখানেই তিনি এনআরসি নিয়ে বাংলাদেশের মানুষের উদ্বেগের কথা ভারতের প্রধানমন্ত্রীকে জানান। তখনও তাঁকে আশ্বস্ত করেছিলেন মোদি। অসমে প্রায় ১৯ লক্ষ মানুষ এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন। এরপরেই চিন্তিত হয়ে পড়ে বাংলাদেশ প্রশাসনের। কারণ, তাদের আশাঙ্কা হয়, যাঁদের তালিকায় নাম নেই, তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। যদিও ভারতের তরফে আশ্বস্ত করা হয়, এটা এদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

আরও পড়ুন-পুজোবার্ষিকীর নয়া যুগ, “eঅঞ্জলি” প্রকাশ করলেন ব্রাত্য