Tuesday, November 4, 2025

ফুসফুসে বুলডোজার, বাধা দিলে পরিবেশপ্রেমীদের ধাক্কা পুলিশের

Date:

বুলডোজারের তলায় পিষে যাচ্ছে গাছেদের সারি। হাতে হাত ধরে বাঁচানোর চেষ্টা করছেন পরিবেশপ্রেমীরা। মুম্বইয়ের ফুসফুস বাঁচাতে স্লোগান দিচ্ছেন তাঁরা। কিন্তু সেই প্রতিরোধ মানছে না প্রশাসন। রীতিমতো লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের। ঘটনাস্থল মুম্বইয়ের আরে কলোনির। শুক্রবার রাত থেকে চলছে এই আন্দোলন।

গাছ কেটে আরে কলোনিতে শুরু হয়েছে মেট্রো প্রকল্পের কাজ। কোলাবা-বান্দ্রা মেট্রো প্রকল্পের জন্য আরে কলোনির আড়াই হাজারের বেশি গাছ কাটতে হবে। এই সিদ্ধান্তের কথা জানাজানির পরেই তুমুল বিক্ষোভ শুরু হয়। স্থানীয়দের পাশাপাশি, পরিবেশপ্রেমী, ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, গবেষকরা জড়ো হন সেখানে। হাতে হাত রেখে তৈরি করেন মানব-বন্ধন। বিক্ষোভকারীদের হঠাতে মাঠে নামে মুম্বই পুলিশের বিশেষ বাহিনী। রণক্ষেত্রের চেহারা নেয় আরে কলোনি।
এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় উঠেছে। আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদে টুইট করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর লেখা গান সেরা থিম সঙ, বিশ্ববাংলার শারদ সম্মান ৭৯ পুজো কমিটিকে

পাঁচ লক্ষেরও বেশি গাছ রয়েছে আরে কলোনিতে। অনেক বিরল প্রজাতির গাছ আছে। এই অঞ্চলকে মুম্বইয়ের ফুসফুস বলা হয়। দু’বছর ধরে ওই অঞ্চলকে বনাঞ্চলের তকমা দেওয়ার জন্য লড়াই চালাচ্ছেন পরিবেশবিদরা। যদিও বম্বে হাইকোর্ট

সব আবেদন খারিজ করেছে। সুপ্রিম কোর্ট বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে গিয়েও এখনও কোনও সুরাহা মেলেনি।

আরও পড়ুন – চাঁদা নয়, সদস্যদের উদ্যোগেই চলছে পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিশেয়নের পুজো

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version