মোদি-হাসিনা বৈঠক শেষ, সন্ধ্যায় কোবিন্দের কাছে

দিল্লি-ঢাকা সম্পর্কের নয়া দিশা দেখাতে পারে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক। আজ, দুপুর দেড়টায় হায়দরাবাদ হাউসে হাসিনার সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠক সারলেন নরেন্দ্র মোদি। বিকেল পাঁচটায় সরকারিভাবে বৈঠক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে সূত্রের খবর–

১. হাসিনা এনআরসি নিয়ে ভারতের অবস্থান পরিস্কার জানতে চেয়েছেন। এনআরসি তালিকাভুক্তদের বাংলাদেশ পাঠানোর রটনা নিয়ে সরকারি উদ্বেগের কথা শুনিয়েছেন। মোদি স্পষ্ট জানিয়েছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এরসঙ্গে বাংলাদেশের করণীয় কিছু নেই।

২. তবে সীমান্তে অনুপ্রবেশ রুখতে দুই দেশকে আরও সতর্ক হতে হবে। সন্ত্রাস রুখতে দুই দেশ বেশ কয়েকটি কড়া পদক্ষেপের পথে যাবে বলেও খবর।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর লেখা গান সেরা থিম সঙ, বিশ্ববাংলার শারদ সম্মান ৭৯ পুজো কমিটিকে

৩. তিস্তার জল বন্টন বিষয়টি তোলেন হাসিনা। মোদি জানান, এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যা মেটানো হবে।

৪. রোহিঙ্গা ইস্যুও ওঠে। আগামী দু’দিনে হাসিনার সঙ্গে বেশ কয়েকটি মউ স্বাক্ষর হবে যোগাযোগ, সংস্কৃতি, প্রযুক্তি, বানিজ্য ও বিনিয়োগ বিষয়ে।

৫. ভিডিও লিঙ্কের মাধ্যমে শেখ হাসিনা তিনটি দ্বিপাক্ষিক প্রকল্পের উদ্বোধন করবেন।

৬. এটা ৬. আগেরটা ৭. এলপিজি সরবারহে ভারত-বাংলাদেশের নাগরিকের ন্যূনতম চাহিদা মিটবে বলে আশা। এই প্রকল্প উত্তর-পূর্ব ভারতে গ্যাস সরাবরহে গুরুত্বপূর্ণ ভূমিকা।

৭. গত এক বছরে ১২টি দ্বিপাক্ষিক প্রকল্প উদ্বোধন হয়েছে। এই প্রকল্পগুলিতে দুদেশের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন বৃদ্ধিতে সহযোগিতা করবে বলে মত মোদি।

হাসিনার ভারত সফরের খবর পেয়েই ফোন করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। হাসিনা এই ফোন সোজন্যমূলক বলেও জানান। তবে সুত্র জানাচ্ছে হাসিনাকে কাশ্মীর নিয়ে বক্তব্য রাখার অনুরোধ করেন ইমরান। পাল্টা হাসিনার বক্তব্য অবশ্য জানা যায়নি। সন্ধে সাতটায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন হাসিনা।

আরও পড়ুন – ফুসফুসে বুলডোজার, বাধা দিলে পরিবেশপ্রেমীদের ধাক্কা পুলিশের