সবজি- জিনিসের দাম কমবে, দাবি রিজার্ভ ব্যাঙ্কের

বাজারে আগুন। আরবিআইয়ের দাবি, কয়েক সপ্তাহের মধ্যে কমবে শাক সব্জির আর নিত্যপ্র‍্যোজনীয় জিনিসের দাম। দেশের বেহাল অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। দাবি, তার জেরেই কমবে জিনিসপত্রের দাম। আরবিআই জানাচ্ছে, খরিফ শস্য ভাল হওয়ায় শীতকালীন শস্য সরবরাহ যথাযথ থাকবে, হিম ঘরেও শব্জির যোগান যথেষ্ট। তাই শব্জি, জিনিসপত্র, জ্বালানির দাম কমার আশা করা হচ্ছে।

কর্পোরেট করে ছাড় দেওয়া সত্ত্বেও আর্থিকবৃদ্ধি যথাযথ না হওয়ায় চিন্তা সরকারি মহলে। আর্থিক বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও শিল্পে গতি আনতে রিজার্ভ ব্যাঙ্কের এই উদ্যোগ। দেখার বিষয় সেটাও কাজে দেয় কিনা।

Previous articleমুখ্যমন্ত্রীর লেখা গান সেরা থিম সঙ, বিশ্ববাংলার শারদ সম্মান ৭৯ পুজো কমিটিকে
Next articleসপ্তমীর সকাল বৃষ্টি দিয়ে শুরু