মুখ্যমন্ত্রীর লেখা গান সেরা থিম সঙ, বিশ্ববাংলার শারদ সম্মান ৭৯ পুজো কমিটিকে

মুখ্যমন্ত্রীর লেখা সুরুচি সঙ্ঘের গানই ছিনিয়ে নিল এবার বিশ্ববাংলার সেরা থিম সঙের খেতাব। ৭৯টি পুজো কমিটি এবার বিশ্ববাংলার শারদ সম্মান পেতে চলেছে।

তথ্য সংস্কৃতি রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রণীল সেন শুক্রবার এই তালিকা প্রকাশ করেন। সেরার সেরা ২৭টি কমিটি। সেরা মণ্ডপ ৪টি (বাবুবাগান, রাজডাঙা নবোদয় সঙ্ঘ, উল্টোডাঙা তেলেঙ্গাবাগান, নতুন দল), সেরা প্রতিমা ৩টি (সেলিমপুর পল্লি, কালীঘাট মিলন্সঙ্ঘ, যোধপুর পার্ক শারদীয়া), ৪টি আলোকসজ্জার, ৬টি সাবেক পুজো, সেরা ভাবনার জন্য ৭টি ( বাদামতলা আষাঢ়সঙ্ঘ, কসবা বোস পুও4র শীতলা মন্দির, অজেয় ড়শ্ব্ব্বসংহতি, কসবা বোসপুকুর তালবাগান, ভারতচক্র, ভবানীপুর ৭৫ পল্লি, নলিনী সরকার স্ট্রিট), পরিবেশবান্ধব ৩টি ( বাঘা যতীন বি ও সি ব্লক, পূর্বাচল শক্তিসংঘ, সন্তোষপুর লেকপল্লি) আর বিশ্ববাংলার বিশেষ পুরস্কার পেল ২২টি পুজো কমিটি। এছাড়া বাগবাজার সার্বজনীন পেয়েছে সেরা ঢাকেশী পুরস্কার, সেরা ব্র‍্যান্ডিং আলিপুর সার্বজনীন। রেড রোডের কার্নিভালে এই পুজোগুলি স্থান পাবে।

Previous articleরাঁধুনিদের বলেছি রান্নায় পেঁয়াজ দেওয়ার দরকার নেই, সামিটে মন্তব্য হাসিনার
Next articleসবজি- জিনিসের দাম কমবে, দাবি রিজার্ভ ব্যাঙ্কের