কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ফের সুখবর। পুজো মিটলেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করবে মোদি সরকার। ফলে এক ধাক্কায় অনেকখানি বেতন বেড়ে যাবে কর্মীদের। সূত্রের খবর, ইতিমধ্যে আলোচনা সারা। পুজোর পর ক্যাবিনেট বৈঠকে সিলমোহর পড়বে। আশা করা হচ্ছে ৪-৫% ডিএ বৃদ্ধি হবে। যদিও কর্মচারী সংগঠনের প্রস্তাব ৫-১০%। ২০১৯-এর জুলাই থেকে ডিএ কার্যকর হবে। নয়া নির্দেশিকার ফলে বেতন ৭২০০ থেকে বেড়ে ১০ হাজার হবে। পুজোর আগেই সরকারি কর্মীদের গৃৃৃহঋণে সুদের হার কমিয়ে দিয়েছে সরকার। ৮.৫% থেকে কমে হয়েছে ৭.৯%।
