কয়েক ঘণ্টার মধ্যে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা

অষ্টমীর দিনও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ নবমীর দিনে উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টি বাড়বে। দশমীতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Previous articleদূষণের করুণ নিদর্শন, মৃত কচ্ছপের পেটে 104 টুকরো প্লাস্টিক
Next articleমহাষ্টমী, সন্ধিপুজো