Monday, August 25, 2025

দেশের অর্থনৈতিক পরিস্থিতি, চাকরি’র অবস্থা, জিনিসপত্রের দাম আর মাইনে নিয়ে হতাশ দেশের মানুষ। মোদির সরকারের উপর দ্রুত আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।

না, বিরোধী কোনও দলের বক্তব্য নয়। রিপোর্টাকারে এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া।
দ্বিতীয় UPA আমলেও এই সব ইস্যুতে আমজনতার যেটুকু আস্থা ছিল, দ্বিতীয় মোদি জমানায় সেইটুকুও নেই। এই আস্থা সেপ্টেম্বরে যতখানি তলানিতে পৌঁছেছে, গত 6 বছরে ততটা নামেনি ।রিজার্ভ ব্যাঙ্কের বা RBI-এর একেবারে হালের একটি সমীক্ষা এ কথা জানিয়েছে।
নাগরিকরাই দেশের বাজারে পণ্যের প্রধান ক্রেতা বা কনজিউমার। তাই তাঁদের আস্থা বা কনফিডেন্স পরিমাপ করার মাধ্যমেই RBI নিয়মিত দেশের অর্থনৈতিক স্বাস্থ্য পরীক্ষা করে। এই বিশ্লেষন করা হয় ‘কারেন্ট সিচুয়েশন ইনডেক্স’ বা CCI দিয়ে। এই সমীক্ষা হয় দেশের প্রধান শহরগুলির নাগরিকদের মতামতের ভিত্তিতে। এবার ‘স্বাস্থ্য পরীক্ষা’ করতে গিয়ে RBI দেখেছে, দ্বিতীয় UPA জমানায়, 2013-র সেপ্টেম্বরে সেই CCI বা সূচক ছিল 88। আর
তারপর থেকে 2016 সালের ডিসেম্বর পর্যন্ত ওই সূচক চড়েছে। 100-র উপরেই থেকেছে। কিন্তু এই বছরের সেপ্টেম্বরে সেই সূচক নেমে পৌঁছেছে 89.4-এ। ওই সূচকের ওঠা-নামার ট্রেন্ড বলছে, প্রথম মোদি সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও তার ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। 2014 সালের সেপ্টেম্বরে সেই সূচক পৌঁছেছিল 103.1-এ। 2016-র ডিসেম্বর পর্যন্ত সেই সূচক 100-র ওপরেই ছিল। কিন্তু সেই বছরের নভেম্বরে নোটবন্দির ঘোষণার পর কাজের কাজ কিছুই হয়নি দেখে দেশবাসীর প্রত্যাশা কমতে শুরু করে। এই নিম্নমুখী অবস্থাটা চলেছিল আড়াই বছর। 30 মাস পর এ বছর লোকসভা ভোটের আগে, মার্চে সেই সূচক বেড়ে পৌঁছে যায় 104.6-এ। কিন্তু মে মাস থেকেই তা নামতে শুরু করে। গত মে মাসে সেই সূচক ছিল 97.3, জুলাইয়ে তা আরও কমে হয় 95.7-এ, যা সেপ্টেম্বরে আরও নেমে পৌঁছেছে 98.4-এ। CCI বা কনজিউমার কনফিডেন্স ইনডেক্সের আরও একটি দিক রয়েছে। তার নাম- FEI ‘ফিউচার এক্সপেকটেশন্স ইনডেক্স’। দেখা যাচ্ছে, আগামী দিনে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেই আশাও কমতে শুরু করেছে। ওই সূচক এ বছরের জুলাইয়ে ছিল 124.8-এ। যা সেপ্টেম্বরে নেমে পৌঁছেছে 118-এ।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version