নির্বিঘ্নে পুজো, প্রশংসিত মমতা, ধন্যবাদ আকাশকেও

সব পূর্বাভাস ভুল প্রমাণ করে বৃষ্টিতে ভাসল না পুজো। নবমী পর্যন্ত ভালোয় ভালোয় শেষ। দুর্যোগ আসে নি। পুলিশ প্রশাসনও ভালোভাবে চারদিক সামলেছে। বাড়িতে বসে দিনরাত মনিটর করেছেন মুখ্যমন্ত্রী। মূল পুজো শেষ। এখন বাকি শুধু ভাসানপর্ব আর কার্নিভাল।