অবশেষে রাফাল হাতে পেল ভারত

অবশেষে রাফাল যুদ্ধ বিমান হাতে পেল ভারত। জানা গিয়েছে, সম্প্রতি, ফ্রান্স সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপরই বায়ুসেনার বিশেষ বিমানে চেপে মেরিগনক বরডুয়ক্সে যান প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই বিমানটি হস্তান্তর করে ফ্রান্সের দাঁসো এভিয়েশন সংস্থা।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাফালে চেপে কিছুক্ষণের জন্য আকাশেও ওড়েন। প্রথম রাফাল যুদ্ধ বিমানটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনার অন্তর্ভুক্ত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী প্রথম বিমানটি ফরাসি সংস্থার কাছ থেকে পাওয়ার পরই সেটি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেন।

Previous articleবিজয়া দশমীতে বাড়ি ফিরল কফিনবন্দি দেহ
Next articleআবার মোদিকে খোলা চিঠি, এবার ১৮০ জনের