সিমোনের বিশ্বরেকর্ড

সিমোন বাইলস। জিমন্যাস্টিকসের রানি তৈরি করলেন নয়া বিশ্বরেকর্ড। বিশ্ব জিমন্যাস্টিকসে ২১তম সোনার পদক ছিনিয়ে নিয়ে ভাঙলেন রাশিয়ার সেতলানা খোরনিকার। তাঁর ২০টি পদকের রেকর্ড ভাঙলেন কলম্বিয়াজাত এই মার্কিন ২২ বছরের এই বিস্ময় তরুণী। সেতলানার সামনে এখন রয়েছেন বেলারুশের পুরুষ অ্যাথলেট ভিটালি স্কারবোর। অর্থাৎ পুরুষ-মহিলা দুই বিভাগের শীর্ষে উঠতে সিমোনের দরকার আর তিনটি স্বর্ণপদক। ইতিমধ্যে তিনি কেরিয়ারের ১৫তম স্বর্ণপদক জিতে নিয়েছেন।

আরও পড়ুন-রাফালে শস্ত্র পূজা, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ কংগ্রেসের