ফের অসুস্থ বুদ্ধদেব? জল্পনা সর্বত্র

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কী ফের অসুস্থ? একাদশীর দুপুর থেকে এই খবর ছড়াতে শুরু হয়। চলেছে আজও। একটি সূত্র জানাচ্ছে হাসপাতালে যেতে রাজি না থাকায় বুদ্ধবাবুকে বাড়িতেই চিকিৎসদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্রনিক অপথ্যালমিক পালমোনারি ডিজিজ (সিওপিডি)-এ আক্রান্ত। একটি সূত্রে জানা গিয়েছে তিনি তাকাতে পারছেন না। মূলত তরল খাবার খাচ্ছেন। বাড়িতে রেখে যতদূর সম্ভব চিকিৎসা করা হচ্ছে। তবে অবস্থা আয়ত্বের বাইরে গেলে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। আলিমুদ্দিনের তরফ থেকে অবশ্য এই খবর নিশ্চিত করা হয়নি। বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ, কিন্তু গুরুতর নয়। কলকাতার বাইরে থাকা বুদ্ধ-ঘনিষ্ঠ মহম্মদ সেলিমও আলিমুদ্দিনের কথার প্রতিধ্বনি করেছেন।

আরও পড়ুন-যাদবপুর কাণ্ডের জের, লস অ্যাঞ্জেলেসে এমআরআই বাবুলের

 

Previous articleফের মায়াঙ্কের ব্যাটিং মায়াজাল, চালকের আসনে বিরাট
Next articleসুরক্ষিতই আছে গ্রাহকদের টাকা, আশ্বস্ত করল LIC