ফের মায়াঙ্কের ব্যাটিং মায়াজাল, চালকের আসনে বিরাট

আবার মায়াঙ্ক আগরওয়াল। আবার সেঞ্চুরি। বিশাখাপত্তনমের পর এবার পুণে। মায়াঙ্কের সেঞ্চুরি, পূজারা আর অধিনায়ক বিরাটের যোগ্য সঙ্গদে আবার বড় রানের পথে ভারত। প্রথম দিনের শেষে ২৭৩ রান, তিন উইকেট হারিয়ে।

টসে জিতে বিরাটের ব্যাট করার সিদ্ধান্তে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ চমকে ছিলেন। কিন্তু দিনের শেষে স্কোর বোর্ড বলে দিচ্ছে সিদ্ধান্ত যথাযথ। ওপেনিংয়ে রোহিত-মায়াঙ্ক জুটি যখন ঠিক জমতে শুরু করেছেন বলে মনে হচ্ছিল, ঠিক তখনই রাবাডার বলে ডি ককের হাতে বল জমা দিয়ে ফিরে গেলেন রোহিত। দলের রান তখন ২৫, রোহিতের ১৪। হিটম্যানের আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর আশার পারদ চড়তে শুরু করেছিল। কিন্তু আশাহত করেননি মায়াঙ্ক। বিশাখাপত্তনমে ডবল সেঞ্চুরির পর এবার সেঞ্চুরি। ২৮ বছরের মায়াঙ্ক এদিন ১৯৫ বল খেলে ১০৮ রান করেন। যে ইনিংসে ১৬টি চার আর দুটি বিশাল ছক্কা ছিল। রাবাডাই তাঁকে প্যাভেলিয়নে ফেরান। মায়াঙ্কের দাপুটে সেঞ্চুরিতে আপ্লুত প্রাক্তনরা। এই সময়ে যথাযথ সঙ্গত করেন। হাফ সেঞ্চুরি করলেন কিছুটা পূজারা ঘরাণার বাইরে গিয়ে। ৫৮ রানের মধ্যে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে এসেছে ৪২ রান। কোহলি খেলছেন নিজের মেজাজে। ১০টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস। ৬৩ রানে খেলছেন। তুলনায় রাহানের ইনিংস মাটি কামড়ে পড়ে থাকার ছবি। ৭০ বলে ১৮ রান। আগামিকাল ৫০০ রানের গণ্ডি টপকে চায়ের আগে ইনিংস ফিক্লেয়ারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি না কোনও ব্যাটিং বিপর্যয় হয়। টেস্ট জয়ের হাতছানিও দেখা যাচ্ছে। দ্বিতীয় দিনের থার্ড সেশনেই ছবি পরিস্কার হয়ে যাবে।

 

Previous articleএকজন জওয়ান শহিদ হলে ১০ জঙ্গি কোতল হবে : অমিত
Next articleফের অসুস্থ বুদ্ধদেব? জল্পনা সর্বত্র