‘অসৎ উদ্দেশ্যে ভুয়ো অভিযোগ’, দেশদ্রোহের মামলাই বন্ধ করল বিহার পুলিশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা খোলা চিঠির জেরে দেশদ্রোহিতার যে অভিযোগ রুজু হয়েছিল 49 জন বিখ্যাত ব্যক্তিত্বের বিরুদ্ধে, সে মামলাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার পুলিশ। শুধু তাই নয়, সুধীর ওঝা নামে যে আইনজীবী অপর্ণা সেন, আদুর গোপালকৃষ্ণন, ইতিহাসবিদ রামচন্দ্র গুহের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছিলেন, তার বিরুদ্ধে মামলা রুজু করার কথা ভাবা হয়েছে। পুলিশের কথায়, ‘অসৎ উদ্দেশ্যে ভুয়ো’ অভিযোগ রুজু করা হয়েছিল। প্রসঙ্গত, মামলা খারিজের আগেই ওই 49 জনের পাশে দাঁড়াতে বার্তা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে ইতিহাসবিদ রোমিলা থাপারের মতো 180 জন বিখ্যাত ব্যক্তিত্ব। প্রতিবাদী সহকর্মীদের এই ‘হেনস্থা’র বিরুদ্ধে মুখ খুলে আরও একটি চিঠি দেন তাঁরা। সেখানে প্রশ্ন তোলা হয়েছে ‘এ ভাবে আদালতের অপব্যবহার করে কি নাগরিকদের বাক্‌-স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে না?’

Previous articleপিচ যেমনই হোক জিততে মরিয়া কোহলিরা
Next articleনস্টালজিক ২৪ অক্টোবর শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথচলা