টেরাকোটার ঠাকুর দালানে মুখ্যমন্ত্রীর পাশে বসে কার্নিভাল দেখবেন বিদেশি অতিথিরা

এ বারের শারদীয়ার শেষ উৎসব ‘কলকাতা পুজো কার্নিভাল’, রেড রোডে আগামীকাল, শুক্রবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, শারদোৎসবকে সামনে রেখে বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরা। তারই মূল হাতিয়ার এই “কলকাতা পুজো কার্নিভাল”। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ চলছে ফৌজি তৎপরতায়। কলকাতা ও সংলগ্ন এলাকার অন্তত সেরা প্রতিমার অনন্য প্রদর্শনী দেখতে প্রতি বছরই ভিড় হয় রেড রোডে। এবারের ভিড় আগের রেকর্ড ভাঙ্গবে বলে দাবি করছে মূল আয়োজক রাজ্যের পর্যটন ও তথ্য-সংস্কৃতি দফতর। আলিপুর আবহাওয়া দপ্তর আশার বাণী শুনিয়েছে। জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে। তবে শুক্রবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এই পূর্বাভাসই কার্নিভালের উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। রাজ্য সরকারের পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তর এই কার্নিভালের আয়োজক। পর্যটন ও তথ্য সংস্কৃতি সচিব বিবেক কুমার ও পূর্ত সচিব নবীন প্রকাশ আশাবাদী, এবারের কার্নিভালও মেগা-হিট হবে।

উদ্যোক্তাদের বক্তব্য, হালকা বৃষ্টি হতে পারে, তবে তাতে কার্নিভাল দেখতে আসা দর্শকদের কোনও সমস্যা হবে না। কারণ গোটা দর্শকাসন জুড়েই ছাউনি থাকবে। দর্শকদের মাথা ঢাকা থাকলেও রেড রোড ঢেকে দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। তাতে সমস্যা আছে। কারণ গোটা কার্নিভালই সরাসরি বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়াতে সম্প্রচার করা হবে। সেজন্য রাস্তা জুড়ে বিভিন্ন স্থানে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে ভিডিওগ্রাফির সমস্যা না হয়। তাই বৃষ্টির ভয়ে রাস্তা ঢাকতে গেলে আলোয় সমস্যা হবে। পর্যটনের বিকাশে কার্নিভালকে আর্ন্তজাতিক প্রচারে আনার পরিকল্পনাটাই বিঘ্নিত হবে। ওদিকে কার্নিভালের ফিনিশিং-টাচ চলছে। রাস্তার দু’ধারেই ছাউনি দেওয়া দর্শক আসন তৈরির কাজ শেষ। 15 হাজার দর্শকের চেয়ার পাতার কাজ বাকি। এখন চলছে রাস্তার দু’ধারে 84 ফুট দীর্ঘ 24 ফুট চওড়া দুটি “টেরাকোটার ঠাকুর দালান” তৈরির কাজ। পুরোটাই ফাইবার আর প্লাস্টার অফ প্যারিসে। থিম ‘রাঙা মাটির বাংলা’। তৈরি করছেন টালিগঞ্জের শিল্প নির্দেশক তন্ময় চক্রবর্তী। বাংলা-হিন্দি মিলিয়ে প্রায় 125টি সিনেমার শিল্প নির্দেশনার কাজ করেছেন তিনি।

আরও পড়ুন-ওভারহেড তার ছিড়ে বিপত্তি

Previous articleওভারহেড তার ছিড়ে বিপত্তি
Next articleআন্তর্জাতিক রিং-এ সেমি ফাইনালে মেরি কম